ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

বাঁশখালীতে একই দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বাঁশখালীতে একই দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু উপজেলার সরল ও বৈলছড়ি ইউনিয়নের বলে জানা গেছে। সোমবার (৮ নভেম্বর) মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো- বৈলছড়ি ইউপির ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম বৈলছড়ির আবদুল হালিমের মেয়ে মোছাম্মত ওয়াজিহা (২) ও সরল ইউপির ৩ নম্বর ওয়ার্ডের উত্তর সরল গ্রামের লোকমান হাকিমের ছেলে আবরার হাকিম (২)।


নিহত শিশু ওয়াজিহার পরিবার সূত্রে জানা যায়, দুপুরে শিশুটি খেলতে গিয়ে কোন এক সময় বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। ভাসমান অবস্থায় উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


অপরদিকে সরল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লোকমান হাকিমের ছেলে আবরার বাড়ীর উঠানে খেলতে গিয়ে পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।


বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক কানিজ ফাতেমা রূদবা জানান, সম্প্রতি বাঁশখালীতে পুকুরে পড়ে কয়েকটি শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবারের লোকজনদের অসচেতনতার কারণে এভাবে পুকুরে ডুবে শিশু মৃত্যুর হার বাড়ছে। পরিবারের লোকজন একটু সচেতন হলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব।


হাসপাতাল সূত্রে জানা যায়, বিগত এক সপ্তাহে ৫টি শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

ads

Our Facebook Page